Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

DPEd:

  • ডিপিএড কোর্সে ভর্তির জন্য প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষককদের মনোনয়ন প্রদান করা হয়। 

 

ICT:

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১৪ দিন ব্যাপি ICT-in-Education বিষয়ক প্রশিক্ষণে মনোনয়ন প্রদান করা হয় ।

      এ প্রশিক্ষণের লক্ষ্য:

  •  প্রাথমিক শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের মাধ্যমে শিখন-শেখানো প্রক্রিয়ার উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। সেই সাথে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করা।

        

প্রধান শিক্ষকদের DPEd বিষয়ক প্রশিক্ষণ:

  • DPEd কোর্সের সফল বাস্তবায়ন ও মনিটরিং এর জন্য সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষণে মনোনয়ন প্রদান করা হয় । যাতে তাঁরা DPEd প্রশিক্ষণরত ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করতে পারেন ও প্রয়োজনীয় সহযোগীতা করতে পারেন।

 

শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক TOT প্রশিক্ষণ:

  • প্রাথমিক শিক্ষকের লক্ষ্য অর্জনের জন্য ,প্রাথমিক শিক্ষার Curriculum  Dissemination (শিক্ষাক্রম বিস্তরণ) প্রতিটি শিক্ষকের জানা দরকার ,আর প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রশিক্ষক দরকার হয় ।  সে লক্ষ্যেই প্রশিক্ষক তৈরীর করতেই Training of Trainer (TOT) এর কর্মকর্তা মনোনয়ন দেয়া হয়।

কর্মচারীদের মৌল অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন:

  • এ জেলায়  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিসসমূহে কর্মরত কর্মচারীগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য  মৌল অফিস ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা  হয় ।